বিএসটিআই আঞ্চলিক কার্যালয় , গাজীপুর
মোবাইল কোর্ট
(পণ্যের গুণগতমান সংক্রান্ত)
মামলার সংখ্যা =০১
জরিমানার পরিমাণ=১০,০০০/-
এবং
বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রীম ধ্বংস।
অদ্য ১৪-০৭-২০২৪ খ্রিঃ তারিখে আঞ্চলিক কার্যালয়, গাজীপুর এবং গাজীপুর সদর এর সহায়তায় জয়দেবপুর এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে সকাল সন্ধ্যা বিপনী, জয়দেবপুর বাজার, গাজীপুর নামক প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত স্কীন ক্রীম পাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য ছাড়পত্র গ্রহণ ব্যাতিরেকে মিথ্যা ঘোষণায় বিক্রয়-বিতরণ করার বিষয় টি আমলে নিয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএসটিআই আইন'২০১৮ অনুযায়ী ১০,০০০/- টাকা মাত্র জরিমানা করেন এবং তা আদায় করা হয়।
পরবর্তীতে জয়দেবপুর বাজারে অবস্থিত বিভিন্ন কসমেটিকস দোকানে অভিযান পরিচালনা করা হয় এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত স্কীন ক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়। পাশাপাশি আমদানিকৃত কসমেটিকস ছাড়পত্র গ্রহণপূর্বক বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি জনাব রোকসানা খাইরুন নেছা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা, গাজীপুর এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার ( সিএম) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়,গাজীপুর দায়িত্ব পালন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS