**বিএসটিআই আঞ্চলিক কার্যালয় , *গাজীপুর*
********মোবাইল কোর্ট *******
অদ্য ৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে টাংগাইল জেলার মির্জাপুর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে -
১। মেসার্স মির্জাপুর ফিলিং স্টেশন, মির্জাপুর এর একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ৫ লিটারে যথাক্রমে ১০ মি.লি. এবং একটি অক্টেন ডিসপেন্সিং ইউনিটে ২০ মি.লি. কম প্রদান করায় সতর্ক করা হয়।
২। মেসার্স মির্জাপুর ট্রেড ইন্টারন্যাশনাল, মির্জাপুর কে প্রতি ০৫ লিটারে একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিট এবং একটি অক্টেন ডিসপেন্সিং ইউনিটে পরিমাপ যাচাই করে গ্রহণযোগ্য ত্রুটিসীমায় পাওয়ায় ধন্যবাদ জানানো হয়।
উক্ত মোবাইল কোর্ট জনাব শেখ নুরুল আলম,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মির্জাপুর, টাংগাইল এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন জনাব আবিদ হাসনাত, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব মোঃ কামরুল পলাশ, উর্ধ্বতন পরীক্ষক(মেট্রোলজি) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর উপস্থিত ছিলেন । এসময় মির্জাপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS