Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Mobile Court on 21.10.204
Details

★বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর★

    

       ভ্রাম্যমান আদালত 


  ( পন্যের গুণগত মান সংক্রান্ত) 


অদ্য ২১-১০-২০২৪ খ্রি. তারিখে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট এর কার্যক্রম নিম্নরূপঃ 


০১। বিসমিল্লাহ জমজম বেকারি, কালিয়াকৈর, গাজীপুরে স্যাকারিন পাওয়ায় ও পাউরুটি, বিস্কুট, কেক পণ্যের সিএম লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে এমন কাজ করা থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়।


০২। মেসার্স অর্চনা স্টোর, কালিয়াকৈর, গাজীপুরে মিথ্যা তথ্য প্রদান করে চাঁদের আলো ও ৫০৫ জাম্বো ব্র‍্যান্ডের মশার কয়েল বিক্রি করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৩০,০০০ টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে এমন কাজ করা থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়।


উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব দিল আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কালিয়াকৈর, গাজীপুর এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয় গাজীপুরের কর্মকর্তা জনাব রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।

Attachments
Image
Publish Date
22/10/2024
Archieve Date
30/11/2024